রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ত্রাণের দাবিতে কর্মহীনদের মানববন্ধন


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২০ ০১:৪৩

আপডেট:
১৪ এপ্রিল ২০২০ ০১:৪৪

ছবি: সংগৃহীত

জামালপুর পৌর এলাকার রশিদপুর ও বাগেরহাটায় ত্রাণের দাবিতে মানববন্ধন ও
বিক্ষোভ করেছে কর্মহীন দরিদ্র মানুষরা। দুপুরে পৌর এলাকার রশিদপুর বাজার ও বাগেরহাটায় সরকারি ত্রাণ সহায়তা বঞ্চিত কয়েকশ মানুষ এসব কর্মসূচি পালন করে।এসময় ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ করেন তারা।পরে আইন-শৃংখলা বাহিনীর সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় জনপ্রতিনিধি জানান, প্রয়োজনের তুলানায় ত্রাণ অপ্রতুল হওয়ায় বেশিরভাগ
হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। তিনি বিত্তবানদের ত্রাণ সহায়তায়
এগিয়ে আসার আহবান জানান।

এদিকে গতকালের ত্রাণ লুটের ঘটনায় জামালপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর
জামাল পাশা বাদি হয়ে ১৩ জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা
দায়ের করে। পুলিশ মামলার এজাহারভুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে। 

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top