রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


করোনায় মৃত সাংবাদিক খোকনের স্ত্রী আইসিইউতে


প্রকাশিত:
৪ মে ২০২০ ২০:১১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৭:২৭

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে মৃত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। সেখানে তাকে নেবুলাইজার ও অক্সিজেন দেওয়া হচ্ছে।

সোমবার (০৪ মে) রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাংবাদিক খোকনের স্ত্রীকে রোববার (০৩ মে) দিনগত রাতে আইসিইউতে নেওয়া হয়েছে। সেখানে তাকে অক্সিজেন ও নেবুলাইজার দেওয়া হচ্ছে। তার জ্ঞান আছে। তিনি ভালো আছেন।

তারিক শিবলী বলেন, সাংবাদিক খোকনের স্ত্রী ও বড় ছেলের নমুনা পরীক্ষার রিপোর্টটি গত শুক্রবার আমরা পেয়েছি। সেই রিপোর্টে তাদের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। বিষয়টি সেদিনই সাংবাদিক খোকনের স্ত্রী ও তার ছেলেকে জানানো হয়েছে। আগে থেকেই তাদের বাসায় আইসোলেশনে রাখা হয়েছিল। আমরা হাসপাতাল থেকে গাড়ি পাঠিয়ে সাংবাদিক খোকনের স্ত্রী ও তার ছেলেকে সেদিন রাতে হাসপাতালে আনা হয়। সাংবাদিক খোকনের ছেলে হাসপাতালের কেবিনে আছে। সে ভালো আছে। খোকনের মেয়ের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top