রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


পটুয়াখালীতে

প্রতিবন্ধী ভাইকে মারার কারণ জানতে চাওয়ায় যুবককে হত্যা


প্রকাশিত:
১৬ মে ২০২০ ০৪:২৯

আপডেট:
১৩ মে ২০২৫ ০৮:৪১

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে রুবেল চৌকিদার (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে কালিকাপুর ইউনিয়নের মুচিরপোল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রুবেল কালিকাপুর ইউনিয়নের পূর্ব শারিকখালী এলাকার ফারুক চৌকিদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. সফিকুল জানান, রুবেলের প্রতিবন্ধী ভাই জুয়েল চৌকিদারকে মারধর করা হলে বড়ভাই হিসেবে সে প্রতিপক্ষের কাছে জিজ্ঞাসা করতে যায়। এতে প্রতিপক্ষ ফিরোজ গং ক্ষিপ্ত হয়ে রুবেলকে মারধর করে।

এ সময় রুবেলের মাথায় কাঠের টুকরা দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নিয়ে যায় স্থানীয়রা।পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগে ওই যুবকের মৃত্যু হয়।

সদর থানার ওসি আক্তার মোর্শেদ জানান, এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত ফিরোজও পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। তাকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে।

 

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top