রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


সস্ত্রীক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও একান্ত সচিব করোনা আক্রান্ত


প্রকাশিত:
১৩ জুন ২০২০ ০৫:৩১

আপডেট:
১৩ জুন ২০২০ ০৬:৩৭

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি) ও তার স্ত্রী স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে জ্বর ছাড়া অন্য কোনো সমস্যা না থাকায় বাসাতেই আছেন মন্ত্রী।

মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, অন্য কোনো উপসর্গ না থাকা মন্ত্রী ও তার স্ত্রী এবং তিনি - এই তিনজনই বাসায় আইসোলেশনে রয়েছেন।

তিনি বলেন, হালকা জ্বর ছাড়া মন্ত্রীর আর কোনো উপসর্গ নেই, আর তার স্ত্রীর জ্বর ও শরীরে হালকা ব্যথা অনুভব করছেন। যদি অন্য কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, তারা তিনজনই গতকাল জ্বর বোধ করার পর কালই তাদের নমুনা নেয়া হয় পরীক্ষার করার জন্য। শুক্রবার বিকেলেই জানানো হয়েছে মন্ত্রী ও তার স্ত্রী এবং তিনি (করোভাইরাস) পজিটিভ বলে জানান তিনি।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি) নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর করোনাভাইরাসে আক্রান্ত হন এবং বর্তমানে তিনি এখন ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে চিকিৎসাধীন আছেন।

 

 

আরপি/এমএএইচ-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top