রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


‘নমুনা পরীক্ষায় প্রতারণা নিয়ে কঠোর অবস্থানে সরকার’ : ওবায়দুল কাদের


প্রকাশিত:
৮ জুলাই ২০২০ ১৯:০১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৬:৫৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

করোনা শনাক্তের জন‌্য নমুনা পরীক্ষা, সনদ দেওয়া ও প্লাজমা ডোনেশনসহ বিভিন্ন ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৮ জুলাই) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে আমির হোসেন আমুর নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা সংকটকালে অসাধু চক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে, মানুষ ঠকাচ্ছে। সরকার এসব প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে আছে। এ ধরনের প্রতারণা মানুষের অসহায়ত্ব নিয়ে নির্মম বাণিজ্য ছাড়া কিছু নয়।’

তিনি বলেন, ‘কিছু মানুষ সংক্রমণের তথ‌্য লুকিয়ে, তথ্য গোপন করে চলাফেরা করছে। শুধু তাই নয়, করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গিয়ে এয়ারপোর্টে পজিটিভ হিসেবে চিহ্নিত হচ্ছে। বিদেশে যাওয়ার এই তীব্র প্রতিযোগিতা এবং সত্য গোপন রাখায় বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে। তারা লাখ লাখ প্রবাসীকে অবিশ্বাস আর অনিশ্চয়তার আঁধারে ঠেলে দিচ্ছে। দয়া করে কেউ এমন কাজ করবেন না।’

সংক্রমণের তথ‌্য না লুকিয়ে লক্ষণ দেখা দিলে আইসোলেশনে থাকার এবং চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার তথ্য গোপনের সাথে দেশের ইমেজ, লাখ লাখ প্রবাসীর ভাগ্য এবং আপনার নিজের ভবিষ্যত ও অনিশ্চয়তা আবর্তিত হবে।’

ঈদে করোনার বিস্তার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সমাগম এড়িয়ে চলতে হবে নিজের ও পরিবারের স্বার্থে। পশুর হাট, বাস, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন, ফেরিঘাট, শপিংমল, কাঁচাবাজারসহ প্রতিটি স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিবারের সাথে ঈদ করার আনন্দযাত্রা যেন বিষাদযাত্রায় রূপ না নেয় সে বিষয়ে সচেতন থাকতে হবে।’

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top