রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


আজ স্বাধীনতা পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২০ ১৭:১৫

আপডেট:
১৩ মে ২০২৫ ০৮:২৪

স্বাধীনতা পুরস্কার পদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্বাধীনতা পুরস্কার ২০২০ দেবেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কারে ভূষিতদের হাতে পদক তুলে দেয়া হবে।


প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে অংশ নেবেন বলে তার প্রেস উইং থেকে বলা হয়েছে।

করোনাভাইরাসের কারণে এবার ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ সব কর্মসূচি বাতিল করা হয়। একইসঙ্গে স্বাধীনতা পদক দেয়ার কর্মসূচিটিও স্থগিত করা হয়েছিল।

এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, প্রয়াত কমান্ডার (অব.) আবদুর রউফ, প্রয়াত মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান। চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির। সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার। শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস্ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছে।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার।

 

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top