রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


রাজশাহী বিভাগে করোনায় আরো একজনের মৃত্যু


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২১ ০২:০৪

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৫:১৩

ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগের নাটোরে তার মৃত্যু হয়েছে। রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৬৩ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৮৫ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন, নওগাঁয় ৩২ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগে নতুন ১২০ জন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ১৮৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top