রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ১৭ জন করোনায় আক্রান্ত


প্রকাশিত:
১৪ জুন ২০২১ ০৪:৩৩

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৬:৫৯

ছবি: প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশাদুজ্জামান (৩৮) এবং বড়াইগ্রাম পৌরসভার কর্মচারী পল্লব কুমার সরকার (৩৪) ও আমিনা বেগম (৫৬)সহ মোট ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সঠিকভাবে স্বাস্থ্য বিধি না মানার পাশাপাশি আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা কোয়ারেন্টাইন না মানায় সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। 

উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত সুত্রে জানা যায়, গত দুই সপ্তাহে ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিন জন ঢাকায়, দুই জন রাজশাহীতে ও অন্যরা নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, করোনা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত মনিটরিং, সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পদক্ষেপ নেয়া হচ্ছে।

আরপি/ এস



আপনার মূল্যবান মতামত দিন:

Top