রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


গোপালপুর পৌরসভায় সাড়ে ২৫ কোটি টাকার বাজেট ঘোষণা


প্রকাশিত:
২১ জুন ২০২১ ০১:২১

আপডেট:
১৩ মে ২০২৫ ০৯:৪৬

ছবি: বাজেট ঘোষণা

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২৫ কোটি ৪৫ লক্ষ ৬০ হাজার টাকা। আর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৪৫ লক্ষ ৩৬ হাজার ৩৬৬ টাকা।

রোববার (২০ জুন) দুপুরে পৌরসভা চত্বরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এসময় পৌরসচিব ওবায়দুল হক ২০২১-২২ অর্থবছরে পৌরসভার বাজেট ঘোষণা করেন।

উন্মুক্ত বাজেট অধিবেশনে গোপালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলির সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ন কবির, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, নাটোর জেলা আ.লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, গোপালপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাদির প্রমুখ।

 

 

আরপি/এসআর-২২



আপনার মূল্যবান মতামত দিন:

Top