রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


লালপুরে ভোট শূন্য চেয়ারম্যান প্রার্থী


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২১ ০৭:২১

আপডেট:
১৩ মে ২০২৫ ০৬:২০

ফাইল ছবি

নাটোরের লালপুর উপজেলার দুুয়ারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রের ব্যালট বাক্সে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আরকানুল ইসলাম দুলালের চশমা প্রতিকে কোনো ভোট পড়েনি।

উপজেলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্যানুযায়ী, দুয়ারিয়া ইউনিয়নের নওদাপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি ভোটও পান নি দুলাল। বাকি ৮ কেন্দ্র মিলিয়েও পেয়েছেন মাত্র ৫২ ভোট!

ওই ইউনিয়নে ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে অংশ নেন। ফলাফলে দেখা যায়, নুরুল ইসলাম লাভলু নৌকা প্রতিকে ৫৫৯৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান জার্জিস ঘোড়া প্রতিকে পান ৪১৩৮ ভোট।

এবিষয়ে আরকানুল ইসলাম দুলাল বলেন, আমি শুধু নির্বাচনে অংশগ্রহণ করছি, মার্কা নিছি। তবে পোষ্টার ছাপিয়েছিলাম কিন্তু পোস্টার মারি নাই, প্রচার-প্রচারণাও চালাই নাই। মানুষের কাছের ভোট চাইলে আরো দুই-চারটা ভোট পাইতাম।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শিহান জানান, মোট ভোটের এক-অষ্টম অংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সে ক্ষেত্রে তারও জামানত বাজেয়াপ্ত করা হবে।

 

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top