রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


নাটোরে

শ্যালকের বেধড়ক পিটুনিতে প্রাণ গেলো ভগ্নিপতির


প্রকাশিত:
১০ আগস্ট ২০২০ ১৮:০৪

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৭:০২

প্রতীকি ছবি

নাটোর শহরের হরিজন' কলোনিতে শ্যালক রঞ্জনের লাঠির বেধড়ক পিটুনিতে ভগ্নিপতি রাজন নিহত হয়েছেন।

গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে শহরের চৌকির পার হরিজন কলোনিতে এই ঘটনা ঘটে। নিহত রাজন একই এলাকার মোহন জমাদারের ছেলে।

নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গতকাল রোববার দুপুর পৌনে তিনটার দিকে পারিবারিক কলহের জেরে চৌকির পাড় হরিজন কলোনিতে শ্যালক রঞ্জন ও চন্দনের লাঠির বেধড়ক পিটুনিতে তাদের ভগ্নিপতি গুরুতর আহত হয়।

পরে পরিবারের লোকজন রাজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া নয়টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ শ্যালক চন্দনকে আটক করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

আরপি / এমবি-৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top