রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


বন্ধ থাকা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে আগুন


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২০ ০৪:৫২

আপডেট:
১৩ মে ২০২৫ ১১:৫১

ছবি: প্রতিনিধি

করোনার কারণে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয় বন্ধের মধ্যেই নাটোরের বাগাতিপাড়ায় শুক্রবার দিবাগত রাতে লক্ষণহাটি স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে পুড়ে গেছে কম্পিউটারসহ যাবতীয় কাগজপত্র। 

কলেজের অধ্যক্ষ একেএম শরিফুল ইসলাম লেলিন জানান, ঘটনার দিন ভোর সাড়ে ৪ টার দিকে মুঠোফোনে তিনি তার প্রতিষ্ঠানে আগুন লাগার বিষয়টি জানতে পারেন।

এরপর তিনি ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি অবগত করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় তার শিক্ষা প্রতিষ্ঠানের সাতটি কম্পিউটারসহ বিএম শাখার ল্যাবরেটরিতে থাকা মূল্যবান কাগজপত্র, চেয়ার, টেবিল বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।


ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top