রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


কল্পনা চাকমা: এক অনন্ত অন্বেষণের নাম


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৫

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৪:৩৩

রাজশাহী পোস্ট

কল্পনা চাকমা ছিলেন বাংলাদেশের একজন মানবাধিকার কর্মী ও নারীবাদী। তিনি হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯৯৬ সালের ১২ জুন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা লাল্যাঘোনা গ্রামের তার বাড়ি থেকে তাকে এবং তার দুই ভাইকে অপহরণ করে বলে অভিযোগ রয়েছে।কল্পনা চাকমা এখনও নিখোঁজ, তার নিখোঁজের জন্য কারও বিচার হয়নি। তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়।

কল্পনা চাকমা পার্বত্য চট্টগ্রামের (CHT) একজন সক্রিয় মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তিনি আদিবাসী নারী-পুরুষের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর দমন-পীড়ন এবং হয়রানির সমালোচনা করে আসছিলেন। তিনি বিশেষ করে আদিবাসী নারীদের অধিকারের জন্য কাজ করছিলেন। ১৯৯৬ সালের ১২ জুন তিনি বাংলাদেশের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয় কেতন চাকমার পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন। সপ্তম জাতীয় নির্বাচনের কয়েক ঘণ্টা আগে তাকে অপহরণ করা হয়।

 

মুজাহিদুর রহমান মাহফুজ

শিক্ষার্থী রাজশাহী কলেজ, রাজশাহী

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top