রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে হত্যা


প্রকাশিত:
২১ মে ২০২১ ০১:৫০

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:৩৮

প্রতিকী ছবি

পাবনা শহরের রাধানগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নিহত রনি হোসেন (২২) রাধানগর নারায়নপুর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে রাধানগর নারায়নপুর এলাকার রনি হোসেনের সাথে একই এলাকার মিরাজুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে রনি রাধানগর ডিগ্রি কলেজ বটতলা মোড়ে বসে ছিল। এ সময় মিরাজুল ও তার সহযোগীরা রনিকে একা পেয়ে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

আরপি / এমবি-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top