রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


পাবনায় মোহাম্মদ নাসিমের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল


প্রকাশিত:
২৮ জুন ২০২০ ০৫:৫৯

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:৩০

পাবনায় মোহাম্মদ নাসিমের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

জাতীয় ৪ নেতার অন্যতম শহীদ এম. মনসুর আলীর সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনা করে পাবনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পাবনা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিব হাসান টিপুর আয়োজনে কালাচাঁদপাড়া আল হেলাল জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ইকবাল, নবীন, মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী জুয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী মামুন আজিজ খান তুষার, সাবেক থানা ছাত্রলীগ সভাপতি সুমন, যুবলীগ নেতা বড়দা হেলাল, আসাদুজ্জামান হেলাল, মিলন, আকাশ, শহীদ মনসুর আলী স্মৃতি পরিষদের সভাপতি বৃষ্টা সাহা, সাধারণ সম্পাদক বাবলু, ছাত্রলীগ নেতা সজিব, মাহফুজ, মেহেদী, সাগর, শিতলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোহাম্মদ নাসিম বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দলের সমন্বয়ক ছিলেন।

আরপি/এএন-৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top