রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জি. রুহুল আমিন’র শ্রদ্ধা


প্রকাশিত:
২৭ জুলাই ২০২০ ২১:২৯

আপডেট:
১৩ মে ২০২৫ ০০:৫২

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। ছবি: সংবাদদাতা

গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জি. রুহুল আমিন।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় পাবনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বদরুদ্দোজা খান মানিক, সাবেক যুগ্ম সম্পাদক ফাহাদুল করিম রকি, ফিরোজ, শেখ শুভ, পাবনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিয়ন খান, সাইফুল ইসলাম খোকন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌশিকুর রহমান রাভা, পাবনা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল রানা জয়, পাবনা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আকাশ, দাপুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তন্ময়, পাবনা সদর উপজেলা ছাত্রলীগ নেতা ফেরদৌস, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুকুল, পাবনা জেলা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু তাহের তন্ময়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

আরপি/আআ-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top