রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পাবনায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল


প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২০ ০১:১৯

আপডেট:
৭ ডিসেম্বর ২০২০ ০২:৪১

 

কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুয়ায়ী কুষ্টিয়ার পাঁচমাথা মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখা।

রবিবার বেলা সাড়ে ১১টায় ছাত্রলীগ পাবনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল বিশ্বাস, তপু রায়হান, মল্লিক মাহমুদ তন্ময়, সোহানুর রহমান শুভ, মির্জা নাহিদ রানা শুভ, ওমর ফারুক সৈকত, আবু সাঈদ, রাসেল হোসেন, আব্দুর রহিম জয়, সালাউদ্দিন টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আমির সোহেল মিলন, সজল পারভেজ, আফজাল হসেন অনিক, সাংগঠনিক সম্পাদক রাকিব বিশ্বাস, সানাউল্লাহ সানি, আব্দুর রব বাপ্পি, উপ-প্রচার সম্পাদক সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক আদনান আল মাহমুদ চমন, উপ-দপ্তর সম্পাদক শরীফ মালিথা, ধর্ম সম্পাদক মুরাদ হোসেন, উপ-ধর্ম সম্পাদক অনিক সাহা, অর্থ সম্পাদক ডিজিটাল শামীম, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান আনিস, উপ-কৃষি সম্পাদক হাসিব বিশ্বাস, উপ-নাট্য বিতর্ক বিষয়ক সম্পাদক আদনান সুমন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন পিয়াস, তথ্য গবেষণা মাসুদ রানা সাগর, সহ-সম্পাদক মিরাজুল ইসলাম সাজু, সদস্য খন্দকার ইউসুফ আলী রাসেল, নাসিম সৈকত, পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ আলম হোসেন, দেলোয়ার হোসেন রাফা, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জয়, ধর্ম সম্পাদক শিহাব, পলিটেকনিক শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম পাভেল, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম, সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব হোসেন, দপ্তর সম্পাদক সুমন রাদ, পাবনা পৌর ছাত্রলীগের উপ-আপ্যায়ণ বিষয়ক সম্পাদক তরু হাসানসহ পাবনা জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top