রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


গাড়িতে বসেই ভ্যাকসিন নিলেন খালেদা জিয়া


প্রকাশিত:
২০ জুলাই ২০২১ ০৩:৪৮

আপডেট:
১৩ মে ২০২৫ ০৩:০৭

গাড়িতে বসেই ভ্যাকসিন নেন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। সোমবার (১৯ জুলাই) বিকাল ৪টার দিকে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে তিনি টিকা নেন। তবে খালেদা জিয়া হাসপাতালের গেলেও গাড়ি থেকে নামেননি। অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে গাড়িতেই টিকা দেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, টিকার ব্যাপারে উনার কোনো চয়েজ নেই, এখানে মর্ডানা দেয়া হচ্ছে, সেই টিকাই তিনি দিয়েছেন। খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান অধ্যাপক জাহিদ।

টিকা নেয়ার পর বিএনপি চেয়ারপারসন বিকাল সাড়ে ৪টায় গুলশানের বাসায় ফিরে যান। তার সঙ্গে জাহিদ ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেয়ারপারসনের কর্মকর্তারা ছিলেন।

এর আগে গত ১২ জুলাই খালেদা জিয়া টিকার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন। রবিবার (১৮ জুলাই) তার টিকার এসএমএস আসে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর প্রথমে পুরান ঢাকার বিশেষ কারাগার ও পরে কারাবন্দি অবস্থায় বিএসএমইউয়ের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top