রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


কৃষক লীগের সভাপতি সমির,সম্পাদক স্মৃতি


প্রকাশিত:
৭ নভেম্বর ২০১৯ ০৪:৫১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২০:১২

ছবি: কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি সমির চন্দ চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কৃষক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সমির চন্দ চন্দ্র ও সাধারণ সম্পাদক হয়েছেন উম্মে কুলসুম স্মৃতি।  

দ্বিতীয় অধিবেশনের শুরুতে সভাপতি পদে ১৩ জন প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থন করেন কাউন্সিলররা। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে ১১ জনের নাম প্রস্তাব ও সমর্থন করেন তারা। পরে প্রার্থীদের নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতার সুযোগ দেয়া হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখন সভাপতি ও সাধারণ সম্পাদক নাম ঘোষণা করছি। পূর্ণাঙ্গ কমিটির খসড়া আগামী সাতদিনের মধ্যে আমাদের নেত্রীর কাছে জমা দেবেন।

সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই কৃষক লীগের কেন্দ্রীয় সম্মেলন হয়। এই কমিটি মেয়াদোত্তীর্ণ হয় ২০১৫ সালের জুলাইয়ে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top