রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


শনিবার রাজশাহী জেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠক


প্রকাশিত:
২১ নভেম্বর ২০১৯ ০৪:২২

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২০:২২

ফাইল ছবি

আগামী ৮ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এ সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

জানা গেছে, আগামি ২৩ নভেম্বর শনিবার ১০ টায় রাজশাহী শিল্পকলা একাডেমীর মিলনায়তনে সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এই সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, জাতীয় কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদের সকল সদস্য, দলীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের রাজশাহী জেলা সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও দলীয় পৌর মেয়র গণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top