রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


খালেদা জিয়া উঠে দাঁড়াতে পারছেন না : সেলিমা রহমান


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০১৯ ০৬:২১

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৪৬

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন সেলিমা রহমান

মিডিয়া উইং সদস্য আরও জানান, শুক্রবার সাড়ে তিনটার দিকে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান তার বড় বোন সেলিমা রহমান। তিনি সেখানে প্রায় দেড়ঘণ্টা অবস্থান করেন। তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে হাসপাতালের কেবিন ব্লকে থাকা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার স্বজনেরা। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন তারা।’

পরে হাসপাতাল থেকে বাইরে এলে সাংবাদিকরা জানতে চাইলে বেগম সেলিমা রহমান বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।’

উল্লেখ্য, প্রায় তিন সপ্তাহ পর স্বজনরা সাক্ষাৎ করলেন খালেদা জিয়ার সঙ্গে।

 
 
আরপি/ এএস


আপনার মূল্যবান মতামত দিন:

Top