রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


সাবেক ছাত্রনেতা প্রদ্যোত রায়ের স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহন


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০১৯ ২২:০৯

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ২০:৩১

ছবি: সংগৃহীত

সিলেট এমসি কলেজের সাবেক জিএস প্রদ্যোত রায় তার পরিবারসহ ইসলাম ধর্ম গ্রহন করেছেন বলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়েছে। তিনি আজ তাঁর দুই মে’য়ে স্ত্রী’ সহ পুরো পরিবারকে নিয়ে ইস’লাম ধ’র্ম গ্রহণ করেছেন। তাঁর বর্তমান নাম নুর মোহাম্ম’দ হাসান।তার রাজনৈতিক সহকর্মী বড়লেখা উপজে’লা বিএনপি নেতা শহীদ খান তার ফেসবুকে এমনটিই লিখেছেন।

তিনি লিখেন, প্রদ্যোত রায় ৮০ / ৯০ এর দশকে ছাত্র রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র সিলেট এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, আমার আন্দোলন সংগ্রাম ও সুখ দুঃখের বিশ্বস্ত সহকর্মী।

তিনি শাহ’জালাল উপশহর ই ব্লক মসজিদে নিজের ইস’লাম ধ’র্ম গ্রহণের কথা জানান দেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। আমি ইস’লামের সুশীতল ছায়াতলে তাঁকে স্বাগত জানাচ্ছি। এবং এফবি’র সকল বন্ধুদের এ বিষয়ে অন্তঃত একটি কমেন্ট আশা করছি।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top