রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


রোনালদোর রেকর্ডের রাতে আশা বাঁচিয়ে রাখল জুভেন্টাস


প্রকাশিত:
১৩ মে ২০২১ ১৫:৩৯

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ১৬:২৮

ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নামেনই যেন ফুটবলের রেকর্ড বইটা ওলটপালট করতে। ইতালিয়ান সিরি'আ লিগে বুধবার রাতে সস্যুলোরের মুখোমুখি হয়েছিল তার দল জুভেন্টাস। এ ম্যাচেও নতুন এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা। প্রথম খেলোয়াড় হিসেবে জুভেন্টাসের হয়ে তিন মৌসুমে গোলের সেঞ্চুরি করলেন তিনি।

রোনালদোর রেকর্ডের রাতে সস্যুলোকে ৩-১ গোলে হারিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। এই জয়ে জুভেন্টাসের উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলার সম্ভাবনাও টিকে রইলো। ম্যাচে জুভেন্টাসের হয়ে গোলের দেখা পেয়েছেন রোনালদো, আদ্রিয়েন র‍্যাবিওটচ ও পাওলো দিবালা। ​গত জানুয়ারিতে লিগের প্রথম দেখায়ও সস্যুলোকে একই ব্যবধানে হারিয়েছিল সাদা-কালোরা।

নিজেদের ঘরের মাঠে শুরুতেই পেনাল্টি পায় সস্যুলো। কিন্তু জুভেন্টাসের বিদায়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন সেই পেনাল্টি ঠেকিয়ে দেন দারুণ দক্ষতায়। ম্যাচের ২৮তম মিনিটে রাবিওর নৈপুণ্যে এগিয়ে যায় জুভেন্টাস। দ্বিতীয় গোলটি করেন রোনালদো। বিরতির ঠিক আগে ম্যাচের ৪৫তম মিনিটে রোনালদোর করা শততম গোলে ব্যবধান দ্বিগুন করে সফরকারীরা। এতে জুভেন্টাসের প্রথম খেলোয়াড় হিসেবে দ্রুততম সেঞ্চুরি গোলের দেখা পান রোনালদো।

বিরতি থেকেই ফিরে ৫৯ মিনিটে ব্যবধান কমায় সস্যুলো। তবে সাত মিনিট পর আবারও ব্যবধান বাড়ায় জুভেন্টাস। এবার গোলের দেখা পান পাওলো দিবালা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এই জয়ের পর এখনো উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলার সম্ভাবনাও টিকে রইলো জুভেন্টাসের। তাদের চ্যাম্পিয়নস লিগে উঠতে হলে হোঁচট খেতে হবে নাপোলি, এসি মিলান বা আতালান্তাকে।

আরপি / এমবি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top