রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


আত্মঘাতী গোলই নির্ধারণ করলো ফ্রান্স-জার্মানি ম্যাচের ভাগ্য


প্রকাশিত:
১৬ জুন ২০২১ ১৭:৪০

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ১৩:৪৩

ছবি: সংগৃহীত

জার্মানিকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল ফ্রান্স। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল জার্মানি ও ফ্রান্স। তবে আত্মঘাতী গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জার্মানিকে। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার (১৫ জুন) রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে ১-০ জিতেছে গতবারের রানার্সআপরা। ইউরোয় এই প্রথম নিজেদের প্রথম ম্যাচে হারল জার্মানি।

আলিয়াঞ্জ এরেনায় 'এফ' গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। তবে ম্যাচের ২০ তম মিনিটে ম্যাট হুমেলসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকেরা। পল পগবার দারুণ ক্রস ডি-বক্সে পেয়ে গোলমুখে কিলিয়ান এমবাপের উদ্দেশে বল বাড়ান লুকা এরনঁদেজ। বিপদমুক্ত করতে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠানোর চেষ্টা করেন ডিফেন্ডার হুমেলস কিন্তু বল চলে যায় জালে।

তবে ইলকাই গিনদোয়ান ৩৭ তম মিনিটে সমতা টানার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সের্গে জিনাব্রির পাস দারুণ পজিশনে পেয়ে ১২ গজ দূর থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন এই মিডফিল্ডার। বিরতির পর দুই দলই সুযোগ নষ্ট করে। ৫১ তম মিনিটে আদ্রিওঁ রাবিওর শট পোস্টের বাইরের দিকে লাগে। দুই মিনিট পর জিনাব্রির জোরালো শট ক্রসবার ঘেঁষে বাইরে যায়। এমবাপে ৬৬ তম মিনিটে বাঁকানো শটে জালে বল পাঠিয়েছিলেন কিন্তু বল রিসিভ করার মুহূর্তে অফসাইডে ছিলেন তিনি। শেষ দিকে চাপ বাড়ায় জার্মানি। কিন্তু কোনো গোলের দেখা পায়নি।

নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার হাঙ্গেরির বিপক্ষে খেলবে ফ্রান্স। একই দিনে পর্তুগালের মুখোমুখি হবে জার্মানি।

 

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top