রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


মোস্তাফিজের দল এবার ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্টে


প্রকাশিত:
৩১ জুলাই ২০২১ ২০:২৫

আপডেট:
১৩ মে ২০২৫ ০৮:২০

বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আইপিএল খেলে আসেছেন রাজস্থান রয়্যালস দলে। সেই দলটি এবার মালিকানা কিনে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজে হওয়া ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল)।

বার্বাডোজ ট্রাইডেন্টসের সিংহভাগ মালিকানা কিনে নিয়েছে ইএম স্পোর্টিং হোল্ডিংসের অধীনস্থ রয়্যালস স্পোর্টস গ্রুপ। বার্বাডোজ ট্রাইডেন্টস দলটি সিপিএলের আসন্ন মৌসুমে বার্বাডোজ রয়্যালস নামে মাঠে নামবে। বিষয়টি রাজস্থান রয়্যালসের ফেসবুক পেজেও জানানো হয়েছে।

বার্বাডোজের সমুদ্র সৈকতের নয়নাভিরাম দৃশ্যের ভিডিও আপলোড করে তারা লিখেছে, বার্বাডোজের সঙ্গে রাজস্থানের সাক্ষাৎ হয়েছে।

দল কেনার বিষয়ে রয়্যালস স্পোর্টস গ্রুপের চেয়ারম্যান মনোজ বাদালে বলেছেন, ‘বার্বাডোজের সঙ্গে এই চুক্তি সাক্ষর করে আমরা আনন্দিত। বার্বাডোজ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা সবসময় আমাদের সমর্থন দিয়েছে। এই অঞ্চলের ক্রিকেটে ইতিবাচক অবদান রাখতে চাই আমরা।’

এমন চুক্তিতে উচ্ছ্বসিত বার্বাডোজ ফ্র্যাঞ্চাইজির প্রধান মানিশ প্যাটেলও। রয়্যালসের স্পোর্টস গ্রুপের চেয়ারম্যান মনোজ বাদালেকে শুভকামনা জানিয়ে মানিশ প্যাটেল বলেছেন, ‘রাজস্থান রয়্যালস ফ্যামিলির সঙ্গে নতুন চুক্তি করে আমরা রোমাঞ্চিত। বার্বাডোজ ও এর আশপাশের ক্রিকেট উন্নতিতে বড় সাহায্য করবে এই চুক্তি।’

ক্যারিবীয় লিগে দুর্দান্ত দল বার্বাডোজ। ২০১৪ ও ২০১৯ সালের আসরে শিরোপা জিতেছিল তারা। বর্তমানে দলটির নেতৃত্ব দিচ্ছেন ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top