রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


চিলিকে হারিয়ে টানা সপ্তম জয় ব্রাজিলের


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৭

আপডেট:
১৩ মে ২০২৫ ১২:৩৮

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকা অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত খেলেছে ব্রাজিল। সান্তিয়াগোয় আজ নিজেদের সপ্তম ম্যাচে চিলির বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখল দলটি। যে কারণে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জয়রথে বাধা হতে পারেনি চিলিও। চিলির মাঠে এভারটন রিবেইরোর নৈপুণ্যে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। এর ফলে চলতি বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা বজায় রাখলেন নেইমার-কাসেমিরোরা।

ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চেপে ধরে খেলতে থাকে চিলি। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমতে থাকে। ২৮তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে সামনে দারুণ সুযোগ পেয়েও দুর্বল শটে তা নষ্ট করেন নেইমার। দুই মিনিটের ব্যবধানে আর্তুরো ভিদালের বুলেট গতির ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান ব্রাজিলের গোলরক্ষক। খানিক পর বল জালে জড়িয়েও অফসাইডে গোলবঞ্চিত হয় চিলি। তাতেই প্রথমার্ধ কাটিয়ে দেয় গোলশূন্য ড্রয়ে।

দ্বিতীয়ার্ধে এসে একই আক্রমণে খেলতে থাকে দুই দল। কেউই তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। তবে ৬৪তম মিনিটে সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ভুল করেননি এভারটন। নেইমারের শট গোলরক্ষক ব্রাভো ফিরিয়ে দেওয়ার পর ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি। এতেই ব্রাজিলের জয় নিশ্চিত হয়ে যায়। চার মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ব্রাজিলের সামনে। কিন্তু মারকুইনহোসের শট ঠেকিয়ে চিলিকে বিপদ মুক্ত রাখেন গোলরক্ষক ব্রাভো।

চলতি লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এটি তাদের টানা সপ্তম জয়। এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত হলো ব্রাজিলের। এখনও পর্যন্ত খেলা সাত ম্যাচের সবকয়টি জিতে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। আর চিলির অবস্থান সপ্তম, সাত ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট। আগামী রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top