রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


জেনে নিন দিবারাত্রির টেস্টের সব রেকর্ড


প্রকাশিত:
২২ নভেম্বর ২০১৯ ০২:৫৯

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২২:২২

ফাইল ছবি

বাংলাদেশ ও ভারতের মধ্যকার আসন্ন টেস্ট ম্যাচটি হতে যাচ্ছে ইতিহাসের ২৩৬৯ তম। আগামীকাল শুক্রবার রোহিত শর্মা ও মুমিনুল হক টস করতে নামার আগেই মাঠে গড়িয়েছে ২৩৬৮টি টেস্ট ম্যাচ। তবে হিসেবটা যদি নামিয়ে আনা হয় শুধুমাত্র দিবারাত্রির টেস্টে, তাহলে শুক্রবারের ম্যাচটি হবে মাত্র ১২তম!

২০১৫ সালের ২৭ নভেম্বর প্রথমবারের মতো দে-নাইট টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরপর প্রায় ৪ বছর দিবারাত্রির টেস্ট হয়েছে আর মাত্র দশটি। যে কারণে বাংলাদেশ-ভারতকে দিয়ে ডজন পুরবে দিবারাত্রি টেস্টের।

তার আগে চলুন এক নজরে দেখে নেয়া যাক দিবারাত্রির টেস্টের যত রেকর্ড-

সর্বোচ্চ ম্যাচ: অস্ট্রেলিয়া, ৫টি
সর্বোচ্চ জয়: অস্ট্রেলিয়া, ৫টি
সর্বোচ্চ পরাজয়: ওয়েস্ট ইন্ডিজ, ৩ ম্যাচে ৩টি

সবচেয়ে বড় ব্যবধানে জয়: ইংল্যান্ড, ইনিংস ও ২০৯ রানে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
রানের হিসাবে সবচেয়ে ছোট ব্যবধানে জয়: অস্ট্রেলিয়া, ৩৯ রানে পাকিস্তানের বিপক্ষে
উইকেটের হিসাবে সবচেয়ে ছোট ব্যবধানে জয়: অস্ট্রেলিয়া, ৩ উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে

ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ: পাকিস্তান ৫৭৯/৩ (ডিক্লে.), ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
ইনিংসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ: ইংল্যান্ড ৫৮/১০, নিউজিল্যান্ডের বিপক্ষে


সর্বোচ্চ রান: আজহার আলী (পাকিস্তান), ৩ ম্যাচে ৪৫৬
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: আজহার আলী (পাকিস্তান), ৩০২* ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
সর্বোচ্চ সেঞ্চুরি: আসাদ শফিক (পাকিস্তান), ২টি
সর্বোচ্চ ডাক: দেবেন্দ্র বিশু (ওয়েস্ট ইন্ডিজ), মঈন আলি (ইংল্যান্ড) ও ক্রিস পফু (জিম্বাবুয়ে) ২টি করে

সর্বোচ্চ উইকেট: মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ৫ ম্যাচে ২৬ উইকেট
সেরা বোলিং ফিগার: প্যাট কামিনস (অস্ট্রেলিয়া), ২৩ রানে ৬ উইকেট
সর্বোচ্চ পাঁচ উইকেট: ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ও ইয়াসির শাহ (পাকিস্তান), ২ বার করে

সর্বোচ্চ ক্যাচ: কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) ও স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), ১২টি করে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top