রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


বিকেলে ব্রাজিল ও রাতে মাঠে নামছে পর্তুগাল


প্রকাশিত:
২ জুন ২০২২ ১৯:৫৮

আপডেট:
১৩ মে ২০২৫ ১২:৫১

ফাইল ছবি

ক্লাব মৌসুম শেষ, এখন জাতীয় দলের হয়ে ব্যস্ততা শুরু। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৫টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। রাত পৌনে ১টা উয়েফা নেশনস লিগে হাইভোল্টেজ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল।

কাতার বিশ্বকাপের আরও পাঁচ মাস বাকি। তাই এখন সময়টা প্রস্তুতির। ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া দুই দলই কাতারের টিকিট কেটে রেখেছে। বিশ্বকাপ বাছাইপর্ব শেষে ২০১৯ সালের পর এই প্রথম প্রীতি ম্যাচ খেলছে ব্রাজিল। ইনজুরির কারণে এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কা আছে দলের প্রাণভোমরা নেইমারের। যদিও দল হিসেবে ছন্দেই আছে সেলেসাওরা। সবশেষ তিন ম্যাচে প্যারাগুয়ে, চিলি ও বলিভিয়াকে হারিয়েছে ৪-০ গোলে।

শেষ প্রীতি ম্যাচে মলদোভার বিপক্ষে সমান ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ কোরিয়াও। আজ তারা মাঠে নামবে সন হিউং মিনের নেতৃত্ব। সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে ২৩ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এই ফরোয়ার্ড।

এদিকে নেশনস লিগে গত মৌসুমটা বেদনায় শেষ করেছিল স্পেন। দুর্দান্ত ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বসে ২-১ গোলে। এবারের আসর শুরু করছে প্রথম আসরের চ্যাস্পিয়ন পর্তুগালের বিপক্ষে। পর্তুগালের একাদশে আজ দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top