রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


এশিয়া কাপে ভারতের শুভ সূচনা


প্রকাশিত:
২ অক্টোবর ২০২২ ০৬:২৭

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২২:৪৪

সংগৃহিত

বাংলাদেশে শুরু হওয়া নারী এশিয়া কাপ ২০২২-এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৪১ হারিয়ে জয় দিয়ে শুভ সূচনা করলো ভারত নারী ক্রিকেট দল। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করে ভারত।

যদিও টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৩ রানে তারা হারিয়ে ফেলে স্মৃতি মান্ধানার উইকেট। পরে ৭ বলে ৬ রান করে সুগান্ধিকা কুমারীর বলে নীলাক্ষি ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। এরপর আরেক উদ্বোধনী ব্যাটার শেফালি ভার্মাও ফিরে যান দ্রুতই। দুই উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় ভারত। অধিনায়ক হারমানপ্রিত কৌরের সঙ্গে ৯২ রানের জুটি গড়েন জেমিমাহ রদ্রিগেজ।

৩০ বলে ৩৩ রান করা কৌরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রানাসিংহে। অন্য প্রান্তে অবশ্য ফিফটি তুলে নেন কৌর। ১১ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ৭৬ রান করেন তিনি। ৬ উইকেট হারিয়ে ১৫০ রানের সংগ্রহ পায় ভারত।
জবাবে ব্যাটে করতে নেমে ১৮.২ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা। তাদের ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে ১১ বলে ৫ রান করে চামারি আতাপাত্তু দীপ্তি শর্মার বলে ফিরলে। এরপর রীতিমতো ধ্বস নামে লঙ্কানদের ব্যাটিংয়ে। ৬১ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৫ উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা, ১০৯ রান তুলতেই অলআউট হতে হয়।

আরপি/ এসএডি-8



আপনার মূল্যবান মতামত দিন:

Top