রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


‘ব্রাজিলের ইতিহাস ও সংস্কৃতিকে সম্মান করুন’


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২২ ০৯:২৩

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২১:১৭

ফাইল ছবি

গোল করার পর ব্রাজিলিয়ানদের আমুদে উদযাপন বেশ বিখ্যাত। তেমনি এক উদযাপন করার ফলে বর্ণবাদীর শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। শেষ ষোলের লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল উৎসবে রীতিমত মেতে ছিলেন সেলেসাওরা।

তবে সেই ম্যাচের গোল উদযাপন নিয়ে তৈরি হয়েছে বির্তক। এমনকি বিষয়টিকে অনেকে ভালোভাবে নেননি। যার সমালোচনা করেছেন খোদ ফুটবল বোদ্ধারাও। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে সেই সমালোচনার কড়া জবাব দিলেন ব্রাজিলের কোচ তিতে।

অপরদিকে ইএসপিএনের এক প্রতিবেদনে জানায়, এশিয়ার লায়ন্সদের বিপক্ষে নেইমারদের নাচের সমালোচনায় মুখর হন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার রয় কিন। ওই নাচকে অসম্মানজনক অ্যাখ্যা দেন তিনি।

অপরদিকে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে জানান, আগামীতেও এ নাচ নেচে যাবেন নেইমাররা। যারা ব্রাজিলের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানেন না, তাদের ব্যাপারে কোনো মন্তব্য করব না। সুতরাং সেই সমালোচনাকে এড়িয়ে যেতে চাই। 

তিতে বলেন, আমি আমার সংস্কৃতিকে সম্মান করি। আমাদের জাতীয় দলের সদস্যরাও সেটা করে। গোলের পর ব্রাজিলের অন্য মানুষরাও নাচেন। এটা দেশের কালচার।

সেলেসাও কোচ বলেন, খেলায় গোলের পর ফুটবলারদের নাচ অসম্মানজনক কিছু নয়। সেটা আমাদের সংস্কৃতির অংশ। এটা বাচ্চাদের স্কুলে শিক্ষা গ্রহণে সহায়তা করে। অতএব, এ আচরণ করবোই আমরা। তাই ব্রাজিলীয় সংস্কৃতিকে সবাইকে সম্মান জানাতে বলব।

আগামীকাল শেষ আটের লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ৯টায় গত বারের রানার্স আপ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচ বারের বিশবচ্যাম্পিয়ানরা।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top