রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


জিম্বাবুয়েকে ৩ বিভাগেই বাংলাওয়াশ দিলো টাইগাররা


প্রকাশিত:
১২ মার্চ ২০২০ ০৫:৪৩

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ০৪:০০

টেস্ট ও ওয়ানডে হোয়াইটওয়াশের পর এবার টি-টোয়েন্টিতেও বাংলাওয়াশের স্বাদ পেল সফরকারী জিম্বাবুয়ে।

সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে ১২০ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। ওপেনার লিটন দাসের অপরাজিত ফিফটিতে ১ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় টাইগাররা।

দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৬৬ রানের ইনিংস খেলেন লিটন দাস। অন্যদিকে, তামিমের পরিবর্তে একাদশে সুযোগ পায় নাঈম শেখ। যদিও ৩৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। শেষ দিকে সৌম্য সরকারের ১৬ বলে ২০ রানের উপর ভর করে ১৫.৫ ওভারে সহজ জয় তুলে নেয় টিম বাংলাদেশ। 

এর আগে, বুধবার (১১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। যেখানে প্রথমে ব্যাট করা জিম্বাবুয়েকে ১১৯ রানে বেধে দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে এই সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

স্কোর:
বাংলাদেশ ১২০/১
লিটন দাস ৬০* (৪৫)
নাঈম শেখ ৩৩ (৩৪)
সৌম্য সরকার ২০* (১৬)

বোলার:
ওয়েসলে মাধেভেরে ৩-০-১২-০
ক্রিস এমপুফু ৩.৫-০-২৭-১
কার্ল মুম্বা ৩-০-২৬-০
টিশুমা ১-০-১০-০
শন উইলিয়ামন ৩-০-১৬-০
সিকান্দা রাজা ২-০-১৮-০

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top