রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


করোনা আতঙ্ক: টাইগারদের পাকিস্তান সফর স্থগিত


প্রকাশিত:
১৬ মার্চ ২০২০ ২০:৪১

আপডেট:
১৩ মে ২০২৫ ০২:৩১

করোনা ভাইরাস আতঙ্কে বাংলাদেশ দলের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আগামী ২৯ মার্চ টাইগারদের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল।

এর আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, অনিশ্চয়তা অবশ্যই আছে। দুই একদিনের মধ্যে সব নিশ্চিত হয়ে যাবে। ভেন্যু সমস্যা নয়, সমস্যা দেশ ভ্রমণে। খেলা শেষে দেশে এসে খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে থাকা তো সম্ভব নয়।

এর আগে দুই দফায় টি-টোয়েন্টি ও টেস্ট খেলে এসেছে টাইগাররা। তৃতীয় ধাপে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে চলতি মাসের ২৯ তারিখে করাচি যাওয়ার কথা ছিল তাদের।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top