রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


করোনা ভাইরাসে প্রাণ হারালেন রিয়ালের সাবেক প্রেসিডেন্ট


প্রকাশিত:
২২ মার্চ ২০২০ ১৭:০৫

আপডেট:
২২ মার্চ ২০২০ ১৭:৫৩

ছবি:সংগৃহিত

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ। ১৯৯৫ সাল থেকে ২০০ সাল পর্যন্ত তিনি গ্যালাকটিকেদর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

লরেঞ্জো জ্বর থেকে সেরে উঠতে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সঙ্গে এই স্প্যানিশের কোভিড-১৯ও পজিটিভ হয়। ৭৬ বছর বয়সে সাঞ্জ শনিবার (২১ মার্চ) মৃত্যুবরণ করলেন। তবে জানা যায় কোভিড-১৯ রোগের উচ্চ পর্যায়ে ছিলেন তিনি।

সাঞ্জ ১৯৪৩ সালে মাদ্রিদেই জন্মগ্রহণ করেন। আর স্প্যানিশ জায়ান্ট দলটিতে রামোন মেনদোজা প্রশাসনের অধীনে পরিচালক থাকার পর ১৯৯৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

প্রেসিডেন্ট হওয়ার পর লরেঞ্জ রিয়ালের গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনেন। কোচ হিসেবে তিনি নিয়োগ দেন হেভিওয়েট ফ্যাবিও ক্যাপেলোকে। আর তার সময় তিনি চুক্তি করেন রবার্তো কার্লোস, ক্ল্যারেন্স সির্ডফ, ডেভোর সুকার ও প্রেদ্রাগ মিজাতোভিচের মতো তারকাকে। এই সমন্বয়ে লস ব্লাঙ্কোসরা ১৯৯৭-৯৮ মৌসুমে ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগও ঘরে তোলে।

লরেঞ্জোর সময় রিয়াল দুটি ইউরোপিয়ান কাপ জেতে। এছাড়া ঘরোয়া সফলতাও পায় দলটি। তবে ২০০০ সালে ক্লাব নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসের কাছে হেরে যান তিনি।

 

আরপি/ডিজে



আপনার মূল্যবান মতামত দিন:

Top