রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


নতুন মাইলফলক গড়ে ম্যান ইউর টানা চতুর্থ জয়


প্রকাশিত:
১০ জুলাই ২০২০ ১৬:২১

আপডেট:
১০ জুলাই ২০২০ ১৭:১৫

ছবি: সংগৃহীত

চলতি মৌসুমের শুরুটা এক কথায় যাচ্ছেতাই ছিলো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। একটা সময় তারা ছিল পয়েন্ট টেবিলের দশেরও নিচে। তবে শেষদিকে এসে ঘুরে দাঁড়াচ্ছে রেড ডেভিলরা, লড়ছে টেবিলের সেরা চারে থাকার জন্য।

এ ধারাবাহিকতায় এবার তারা গড়েছে নতুন মাইলফলক। প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে টানা চার ম্যাচে ৩ বা তার বেশি গোল করে জেতার রেকর্ড গড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ বৃহস্পতিবার রাতে তারা অ্যাস্টন ভিলাকে হারিয়েছে ৩-০ ব্যবধানে।

এর আগের তিন ম্যাচে যথাক্রমে শেফিল্ড ইউনাইটেডকে ৩-০, ব্রাইটনকে ৩-০ এবং বর্নমাউথকে ৫-২ গোলে হারিয়েছিল ওলে গানার সুলশারের শিষ্যরা। ধারাবাহিকতা ধরে অ্যাস্টন ভিলার মাঠ থেকেও ৩-০ গোলে জিতে ফিরেছেন পল পগবা, মার্কাস রাশফোর্ডরা।

এ জয়ের পর চতুর্থ স্থানে থাকা লিস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধানে ১-এ নামিয়ে এনেছে ম্যান ইউ। লিগের ৩৪ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ম্যান ইউ। বাকি থাকা চার ম্যাচে লিস্টারকে টপকে যেতে পারলেই মিলবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিট।

শেষ চার ম্যাচ জিতে সেই লক্ষ্যে ভালোভাবেই এগুচ্ছে রেড ডেভিলরা। বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে প্রথমার্ধেই জোড়া গোল করে তারা।

ব্রুনো ফার্নান্দেস ২৭ মিনিটে গোল করার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাসন গ্রিনউড। দ্বিতীয়ার্ধে শেষ গোলটি করেন পল পগবা।

 

 

আরপি / এমবি-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top