রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা উইন্ডিজ


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪১

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ১৯:৩৮

ছবি: সংগৃহীত

চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামার আগেই ১৫৪ এগিয়ে ছিল উইন্ডিজ। প্রথম ইনিংসের মতো এবারও তাদের লক্ষ্য চারশ রান।

এদিকে ক্যারিবীয়দের যত কম রানে বেধে ফেলা যায় ততই মঙ্গল বাংলাদেশের জন্য। সে মিশনে সকালের শুরুটাও হয়েছে দারুণভাবে। জোড়া আঘাত হানলেন পেসার আবু জায়েদ রাহি।

রাহির জোড়া আঘাতে কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। দিনের পঞ্চম ওভারেই সফল হন রাহি।

আগেরদিন নাইটওয়াচম্যান হিসেবে নামা জোমেল ওয়ারিক্যানকে এলবিডাব্লিউতে ফেরান। ২২ বল খেলে ২ রানের বেশি করতে পারেননি এ ক্যারিবীয় স্পিনার। এরপর ১১তম ওভারের প্রথম বলেই আবার রাহির আঘাত। এর তার পেসে পরাস্ত হলেন প্রথম টেস্টের জয়ের নায়ক কাইল মেয়ার্স। চট্টগ্রামের ডাবল সেঞ্চুরিয়ানকে ৬ রানের মধ্যেই বেঁধে ফেললেন রাহি।

এবারও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে মেয়ার্সকে সাজঘরে ফেরান রাহি। ক্যারিবীয় ব্যাটসম্যানরা যখন রাহির ছোবলে দিশেহারা, ঠিক তখনও ঘূর্ণিজাদুতে চতুর্থ দিনে নিজের প্রথম সফলতা পেলেন তাইজুল।

অফসাইড দিয়ে বেরিয়ে যাওয়া তাইজুলের স্পিন পপিং ক্রিজ থেকে একটু বাইরে বেরিয়ে খেলতে যান জার্মেইন ব্ল্যাকউড। কিন্তু পরাস্ত হন। বল সোজা চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। আর সুযোগ হাতছাড়া করেননি লিটন। ভেঙে দেন স্ট্যাম্প। পরে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে মাঠ ছাড়েন ব্ল্যাকউড। ১০ বলে ৯ রান করে ফিরেছেন এ ক্যারিবীয় মিডল অর্ডার ব্যাটসম্যান।

এ প্রতিবেদন লেখার সময় তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছে। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৭৩ রান। ব্ল্যাকউডের পর ব্যাট হাতে নেমেছেন প্রথম ইনিংসে দুর্দান্ত খেলা জসুয়া দা সিলভা। অপরপ্রান্তে ৮১ বল খেলে ২২ রানে অপরাজিত এনক্রুমাহ বোনার।১৮৬ রানে এগিয়ে তারা।

 

আরপি/টিএস-০২

 

সূত্র: যুগান্তর 



আপনার মূল্যবান মতামত দিন:

Top