রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

বই বিক্রেতা থেকে মহাকাশযাত্রী


প্রকাশিত:
২০ জুলাই ২০২১ ২০:১৯

আপডেট:
১৩ মে ২০২৫ ১৪:৪৩

টিমের সঙ্গে জেফ বেজোস। ছবি: সংগৃহীত

বিক্রি করতেন বই। হয়েছেন সম্পদশালী। এবার যাচ্ছেন মহাকাশে। বলছি বিশ্বের অন্যতম ধনকুবের জেফ বেজোসের কথা। তিনি মহাকাশে পাড়ি দিচ্ছেন মঙ্গলবার। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিজের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি মহাকাশযান দ্য নিউ শেপার্ডে চড়েই মহাকাশে পাড়ি দেবেন অ্যামাজনের কর্ণধার বেজোস।

তবে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট বেজোসের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ছোট্ট একটা গ্যারেজে অনলাইনে বই বিক্রির মাধ্যমে।

সেখান থেকে বর্তমানে অ্যামাজন, ব্লু অরিজিনসহ ১৫টি প্রতিষ্ঠানের মালিক বেজোস। ফোর্বস ম্যাগাজিনের হিসেবে অনুযায়ী ২০২১ সালে তার মোট সম্পত্তির পরিমাণ ২০,৫০০ কোটি মার্কিন ডলার।

মহাকাশে বেজোসের সঙ্গী হবেন তার ভাই মার্ক বেজোস। এছাড়াও ৮২ বছর বয়সী নারী পাইলট ওয়ালি ফাঙ্ক এবং ১৮ বছর বয়সী এক তরুণ। তাদের এই যাত্রায় কোনো পাইলট কিংবা ফ্লাইট ইঞ্জিনিয়ার থাকবে না বলে জানা গেছে।

নিউ শেফার্ড তাদের পৃথিবী থেকে অন্তত ১০০ কিলোমিটার উঁচুতে কারম্যান লাইনের উপরে নিয়ে যাবে, যেখানে তারা ভর শূন্যতা উপভোগ করতে পারবেন। ছয়জনের উপযোগী ওই ক্যাপসুলটি থেকে পরে প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে নেমে আসবেন তারা। সবমিলিয়ে এই ভ্রমণের মেয়াদ হবে ১০ মিনিট।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top