রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

‘জাতীয় অর্থনীতির স্বার্থে’ ছাড়া পাচ্ছেন স্যামসাং প্রধান


প্রকাশিত:
১০ আগস্ট ২০২১ ১৬:৫৩

আপডেট:
১০ আগস্ট ২০২১ ১৬:৫৪

স্যামসাং গ্রুপের প্রধান জে ইয়ং লি। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং গ্রুপের প্রধান জে ইয়ং লি ঘুষ ও দুর্নীতির কেলেঙ্কারির দায়ে আড়াই বছর ধরে সাজা খাটছেন। তবে চলতি সপ্তাহে তাকে ‘জাতীয় অর্থনীতির স্বার্থে’ প্যারোলে মুক্তি দেয়া হবে। বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে এনডিটিভি।

লি ফোর্বসের তালিকা অনুযায়ী, তিনি বিশ্বের ১৮৮তম ধনী ব্যক্তি। তার সম্পত্তির পরিমাণ ১২ দশমিক ৪ বিলিয়ন ডলার।

তার বিরুদ্ধে অভিযোগ, সরকারি সুবিধা পাওয়ার জন্য তৎকালীন প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের বন্ধু চোই সুন শিলের পরিচালিত সরকারি অলাভজনক প্রতিষ্ঠানে ৪৩ বিলিয়ন উন অনুদান দেন। এই কারণে পার্লামেন্টে প্রেসিডেন্ট পার্ককে অভিশংসনের পক্ষে ভোট পড়ে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top