রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

ডাটা না থাকলেও চলবে মেসেঞ্জার


প্রকাশিত:
৯ নভেম্বর ২০২১ ২২:৪৬

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২৩:৪৩

ফাইল ছবি

মোবাইলে ইন্টারনেট না থাকলেও ফেসবুক মেসেঞ্জারে টেক্সট পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরগুলো।

এজন্য শুধু টেক্সটের মাধ্যমে যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ উদ্বোধন করা হবে। একই সাথে মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকাও প্রকাশ করবে বিটিআরসি।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় বিটিআরসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকা এবং শুধুমাত্র টেক্সটের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ উদ্বোধন করা হবে।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব মো. খলিলুর রহমান উপস্থিত থাকবেন।

 

আরপি/ এমএইচ-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top