রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

মানুষকে বোকা বানানোর পরিকল্পনা বাতিল করলো গুগল


প্রকাশিত:
২৮ মার্চ ২০২০ ১৯:২৯

আপডেট:
১৩ মে ২০২৫ ০৪:৪৬

ছবি: সংগৃহীত

গুগলে প্রতিবছর এপ্রিল ফুলস ডে পালন করা হয়। প্রতিবারের মতো এ বছরও দিনটি আসবে। তবে তা পালন করা হবে না।গত ৪ মাসে করোনাভাইরাস কেড়ে নিয়েছে ২৭ হাজার ৩৬০ হাজার মানুষের জীবন। এমন অবস্থায় কাউকে বোকা বানিয়ে এপ্রিল ফুলস ডে পালন করে মানুষকে বোকা বানানোর পরিকল্পনা বাতিল করেছে গুগল।

প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং লরেন টোহিল মেইলে লেখেন, স্বাভাবিক সময়ে এপ্রিল ফুলস ডে পালন করা গুগলের একটি ঐতিহ্য। এই দিনটির উদযাপন অন্যদের চেয়ে আমাদেরকে ভিন্ন করে তোলে। কোভিড-১৯ এর সকল রোগীর প্রতি সম্মান জানাতে এ বছর দিনটি পালন করা হবে না।

জেরুজালেমে খ্রিস্টান, ইহুদি, মুসলমানদের মিলিত প্রার্থনা

এ মুহূর্তে আমাদের প্রধান উদ্দেশ্য মানুষকে সাহায্য করা। তাই এ বছরের মজার কৌতুকগুলো পরের বছরের জন্য জমা থাকুক।এপ্রিল ফুলস ডের জন্য যেনো কোনো প্রজেক্ট তৈরি করা না হয় তা নিশ্চিত করতে মেইলটি গুগলের ম্যানেজারদের কাছে পাঠানো হয়।এপ্রিলের প্রথম দিন কোনো না কোনো সেবা বা অ্যাপে নতুন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের বোকা বানায় গুগল।

যেমন গত বছর তারা ফাইলস অ্যাপে স্ক্রিন ক্লিনার নামের একটি ফিচার যোগ করে। আদতে মোবাইল ফোনের স্ক্রিন নিজেকেই পরিস্কার করতে হয়। ফোনের কোনো ফিচারের মাধ্যমে এই কাজ করা সম্ভব নয়।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top