রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

টিপস

গোপনে অন্যের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখার উপায়


প্রকাশিত:
২১ আগস্ট ২০২২ ০২:৪৯

আপডেট:
৫ মে ২০২৫ ০১:৩০

সংগৃহিত

আপনি যদি হোয়াটসঅ্যাপে কারো স্ট্যাটাস দেখেন তবে তিনি যেনে যাবেন। চাইলে গোপনেও কাজটি করতে পারেন। রিড রিসিপ্ট বন্ধ করে অথবা অফলাইনে কোন ব্যক্তির স্ট্যাটাস দেখলে অপর প্রান্তের মানুষটি জানতেও পারবেন না। তবে শুধু আপনার কনট্যাক্টে সেভ রয়েছে যে সব নম্বর সেই নম্বরের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবেন।

রিড রিসিপ্ট বন্ধ করে কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখলে কেউ জানতে পারবেন না। খুব সহজেই অ্যাপ সেটিংস থেকে এই অপশন ডিসেবেল করা সম্ভব।

আরও পড়ুন: তেল বা স্বর্ণের চেয়েও দামি হতে পারে ডাটা

অ্যানড্রয়েড অথবা আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু করুন
ডান দিকে উপরে ৩ ডট মেনু সিলেক্ট করুন
এবার সেটিংস সিলেক্ট করুন
এবার সিলেক্ট করুন প্রাইভেসি
এখানে রিড রিসিপ্ট অপশন দেখতে পাবেন। এই অপশন বিন্ধ করে দিন।

ফোনের মোবাইল ডেটা বন্ধ করে অথবা ইনকগনিটো মোডের মাধ্যমে ব্রাউজার থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করে স্ট্যাটাস দেখলে অন্য কেউ জানতে পারবেন না। তবে একবার ফোনের মোবাইল ডেটা অন করলে সেই ব্যক্তি জেনে যাবেন যে আপনি স্ট্যাটাস দেখেছেন।

 

 আরপি/ এসএইচ ০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top