৫০০ অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক

এবার চাকরির সুযোগ এসেছে এনআরবিসি ব্যাংকে। বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে দেশব্যাপী ৫০০ জনবল নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক। আগ্রহীরা ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম- সাব ব্রাঞ্চ ম্যানেজার (অফিসার)
পদসংখ্যা- সর্বোচ্চ ১০০
কাজের ধরন- ফুলটাইম
কর্মস্থল- দেশের বিভিন্ন স্থানে
আবেদন যোগ্যতা- কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন - আলোচনা সাপেক্ষে
পদের নাম- ক্রেডিট অপারেশন (অফিসার)
পদসংখ্যা- ১০০
কাজের ধরন- ফুলটাইম
কর্মস্থল- দেশের বিভিন্ন স্থানে
আবেদন যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে ২-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- আলোচনা সাপেক্ষে
পদের নাম- ফরেন এক্সচেঞ্জ অপারেশন (অফিসার)
পদসংখ্যা- অনির্ধারিত
কাজের ধরন- ফুলটাইম
কর্মস্থল- দেশের বিভিন্ন স্থানে
বেতন- আলোচনা সাপেক্ষে
যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে ২-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম- ফিল্ড অফিসার (মাইক্রো ফাইন্যান্স ডিপার্টমেন্ট)
পদসংখ্যা- সর্বোচ্চ ১০০
কাজের ধরন- ফুলটাইম
বেতন- আলোচনা সাপেক্ষে
যোগ্যতা- কমপক্ষে ১ বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম- রিলেশনশিপ অফিসার (ইসলামিক ব্যাংকিং)
পদসংখ্যা- ১০০
কাজের ধরন- ফুলটাইম
বেতন- আলোচনা সাপেক্ষে
যোগ্যতা- সংশ্লিষ্ট কাজে ১-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম- রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা- ১০০
কাজের ধরন- ফুলটাইম
বেতন- আলোচনা সাপেক্ষে
যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে চাইলে http://career.nrbcommercialbank.com:8888/hr/f?p=100:1:1112057349530997::::: এই লিংকে গিয়ে আবেদন করতে পারেন।
আরপি/আআ
বিষয়: এনআরবিসি ব্যাংক নিয়োগ অফিসার
আপনার মূল্যবান মতামত দিন: