রাজশাহী রবিবার, ৫ই অক্টোবর ২০২৫, ২১শে আশ্বিন ১৪৩২


রাজশাহী কলেজের শিক্ষার্থী শাখাওয়াত পেলেন স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৫ ১৪:২১

আপডেট:
৫ অক্টোবর ২০২৫ ১৪:২৩

রাজশাহী পোস্ট

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের এক তরুণ শিক্ষার্থী মো. শাখাওয়াত হোসেন। সাধারণ পরিবারের সন্তান হলেও তাঁর ভেতরে ছিল এক অসাধারণ স্বপ্ন নিজেকে গড়ে তোলা আর অন্যদের জন্য সুযোগ সৃষ্টি করা। সেই স্বপ্নকেই মূর্ত করে তুললেন তিনি। আর সেই অর্জনের স্বীকৃতিস্বরূপ গত শনিবার (৪ অক্টোবর ) রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা অডিটোরিয়ামে অনুষ্ঠিত “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৫” এ ব্র্যান্ডিং ও মার্কেটিং ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন তিনি।

মানবাধিকার প্রতিদিনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্টার বাংলাদেশ মিডিয়ার আয়োজিত এই পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক আসরে দেশের বিচারপতি, গণমাধ্যম, ব্যবসা ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন খাতের ৩০ জন গুণীজনের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। এর মধ্যে তরুণ উদ্যোক্তা শাখাওয়াত হোসেনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় বিশেষ স্বীকৃতি হিসেবে।

২০১৭ সালে অনলাইনে টি শার্ট ব্যবসার মাধ্যমে উদ্যোক্তা জীবনের শুরু করেছিলেন শাখাওয়াত। শুরুর পথে ব্যর্থতা তাঁকে দমাতে পারেনি, বরং আরও শক্তি যুগিয়েছে। ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন Liking Plus, যা আজ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্র্যান্ডিং, মার্কেটিং ও ব্যবসা উন্নয়নের নির্ভরযোগ্য সহযাত্রী হয়ে উঠেছে।
এ পর্যন্ত ২০০–এরও বেশি উদ্যোক্তাকে ব্যবসা দাঁড় করাতে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, তরুণ শিক্ষার্থী ও নারী উদ্যোক্তাদের জন্য ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।


শুধু উদ্যোক্তা হিসেবেই নয়, বরং তরুণ প্রজন্মের জন্য একজন রোল মডেল হয়ে উঠছেন শাখাওয়াত হোসেন। রাজশাহীর মাটিতে দাঁড়িয়ে তিনি দেখিয়ে দিচ্ছেন স্বপ্ন, পরিশ্রম আর দৃঢ় সংকল্প থাকলে যেকোনো তরুণই পরিবর্তন আনতে পারে সমাজে। আজকের এই অর্জন নিঃসন্দেহে রাজশাহীর গর্ব, বাংলাদেশেরও গর্ব।

পুরস্কার হাতে নিয়ে শাখাওয়াত আবেগভরে বলেন, আমার লক্ষ্য শুধু নিজের সাফল্য নয়, রাজশাহী কলেজসহ দেশের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। পড়াশোনার পাশাপাশি কাজ শেখা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম দিতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় অর্জন।

 

আরপি/ আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top