রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


ইউএস-বাংলা গ্রুপে চাকরির সুযোগ


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২১ ১০:১৬

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৬:৫৫

ফাইল ছবি

ইউএস-বাংলা গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কুরিয়ার সার্ভিস ইউএসবি এক্সপ্রেসের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ইউএসবি এক্সপ্রেস।

পদের সংখ্যা : ২০টি।

আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের বয়স নূন্যতম ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে এ পদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

দল ব্যবস্থাপনা করার দক্ষতা থাকতে হবে। দলের সদস্যদের পারফরমেন্স চেক করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও দলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার সক্ষমতা থাকতে হবে। চূড়ান্ত নির্বাচিতদের দেশের বিভিন্ন জায়গায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও মোবাইল বিল ও বছরে দুইবার উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ২০ ডিসেম্বর, ২০২১

 

আরপি/এমএএইচ-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top