রাজশাহী বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২৪শে শ্রাবণ ১৪৩২


রাজশাহীতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত


প্রকাশিত:
১ জুন ২০২১ ২২:৪২

আপডেট:
৭ আগস্ট ২০২৫ ১৬:০০

ছবি: বিশ্ব দুগ্ধ দিবস পালন

‘প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন’ এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।

দিবসটি উদযাপনে সার্বিক সহযোগিতা করে প্রাণিসম্পদ অর্ধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। এই উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর কালেক্টরেট চত্বরে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহা. ইসমাইল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এ সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

আলোচনা সভায় বক্তরা সার্বজনীন খাদ্য হিসেবে দুধকে জনপ্রিয় করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top