কৃষি অফিসারের নিজস্ব অর্থয়নে
বাঘায় বিনামূল্যে সবজির বীজ ও ফলের চারা বিতরণ

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের নিম্ন আয়ের অর্ধ শতাধিক পরিবারের মাঝে বিনা মূল্যে সবজির বীজ ও ফলের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩-মে) সকালে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ্ সুলতান তাঁর নিজস্ব অর্থায়নে এ সব উপকরণ বিতরণ হয়।
সবজির বীজ ও ফলের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মুজিবুর রহমান,উপ-সহকারি কৃষি অফিসার মাহমুদুল হাসান ও নেওয়াজ শরিফ,ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: