রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

রাজশাহীতে ডোবা থেকে লাশ উদ্ধার


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২১ ০২:৩৬

আপডেট:
৫ মে ২০২৫ ০২:১৭

প্রতিকী ছবি

রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কাটাখালীর চক বেলঘড়িয়া এলাকার একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওই ব্যক্তি হলেন- জিয়াউর রহমান জিয়া (৩৮)। তিনি চক বেল ঘড়িয়ার মৃত কাশেমের ছেলে।

বিয়ষটি নিশ্চিত করে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, ওই নেশা করতো বলে স্থানীয়রা জানায়। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরপি/ এসআই-১৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top