বাঘায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত
                                ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সালতানার সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক এ্যাড: লায়েব উদ্দিন লাভলু, জেলা আ.লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী, বাঘা থানার ওসি নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, সদস্য মাসুদ রানা তিলু, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা প্রমূখ।
আরপি/ এসআই-৭
বিষয়: রাজশাহী বাঘা বঙ্গবন্ধু ৭ মার্চ চেয়ারম্যান

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: