রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধুকে কটুক্তি ও প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির দেয়ায় রাজশাহীতে প্রতিবাদ সমাবেশ


প্রকাশিত:
১০ মার্চ ২০২১ ০০:৪৬

আপডেট:
১০ মার্চ ২০২১ ০০:৪৭

ছবি: প্রতিনিধি

বিএনপির বিভাগীয় সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে কটুক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী মহানগর আ’লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) বিকালে নগরীর রাণীবাজার বাটার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ হয়  ।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল্ মাহমুদ স্বপন এমপি। প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বেগম আক্তার জাহান।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।

আরপি/ এসআই-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top