রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

বাঘায় ফসল মাড়াই করা ঠেসারের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের


প্রকাশিত:
২১ মার্চ ২০২১ ০১:৪৭

আপডেট:
৫ মে ২০২৫ ০১:০৬

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় চৈতালি (গম,মসুর,খেসারি) মাড়াই করা ঠেসারের (ইঞ্জিন চালিত স্যালো) ধাক্কায় কালু মন্ডল (৬৫) এক পথচারি নিহত হয়েছে। শনিবার (২০-০৩-২০২১) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রুস্তুমপুর-আড়ানি সড়কের ইমানের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কালু মন্ডল উপজেলার আড়ানি ইউনিয়নের উত্তর সোনাদহ গ্রামের মৃত সোহরাব মন্ডলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ছলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, নিজ বাড়ি থেকে পায়ে হেটে রুস্তমপুর বাজারে যাচ্ছিল কালু মন্ডল। অপরদিক থেকে চৈতালি মাড়াই শেষে ঠেসার চালিয়ে বাড়িতে ফিরছিল একই এলাকার চালক শামীম আহমেদ। এসময় ঠেসারের ধাক্কায় নাকের আঘাত লেগে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান কালু মন্ডল । সে পেশায় কৃষক বলে জানান ইউপি সদস্য।

বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারী জানান, খবর পেয়ে একজন অফিসারকে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরপি/ এসআই-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top