রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে করোনায় আরও একজনের মৃত্যু


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২১ ০১:৫৮

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৩:৩৪

ছবি: সংগৃহীত

রাজশাহীতে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার তাঁর মৃত্যু হয়। এছাড়া নওগাঁয় আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪২৬ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৬৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৯ জন, নাটোরে ১৪ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগে নতুন ২২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন সুস্থ হয়েছেন ১৩০ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৬৯০ জন। এদের মধ্যে ২৫ হাজার ২৫৫ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ২৬০ জন।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top